
ছবি: সংগৃহীত।
জাপানের একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা তাদের বসের বিরুদ্ধে মামলা করে ৫৯ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছেন। অভিযোগ ছিল, অফিসের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে কর্মীদের উপস্থিত হতে বাধ্য করা হচ্ছিল।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি জাপানের জিন্নান টাউন এবং হোনসু দ্বীপের সরকারি অফিসে কর্মীদের প্রতিদিন অফিস সময়ের পাঁচ মিনিট আগে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময় ছিল সকাল ৮:৩০, কিন্তু কর্মীদের ৮:২৫-এ অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
এই নিয়ম চালু করেছিলেন তখনকার মেয়র হিডিও কোজিমা, যিনি ২০২১ সালের ১ মার্চ এটি কার্যকর করেন। এমনকি তিনি স্পষ্ট করে দেন যে নির্ধারিত সময়ের আগে না এলে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। টানা তিন বছর এই নিয়ম চলতে থাকে, যা কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
পরবর্তীতে, নতুন বস দায়িত্ব নেওয়ার পর কর্মীদের উৎসাহিত করেন ওভারটাইমের ক্ষতিপূরণ দাবি করতে। এরপর ২০২৪ সালের ডিসেম্বর মাসে ১৪৬ জন কর্মী জাপানের ফেয়ার ট্রেড কমিশনে মামলা দায়ের করেন এবং তিন বছরের ওভারটাইম ক্ষতিপূরণ দাবি করেন।
জাপান সরকার কর্মীদের দাবি মেনে নেয় এবং ৫৯ লাখ টাকা ওভারটাইম হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও এখনো অর্থ প্রদান করা হয়নি, তবে এই ঘটনা কর্মক্ষেত্রে শ্রম আইন ও ন্যায্য অধিকার রক্ষার বিষয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সায়মা ইসলাম