
ছবি: সংগৃহীত
রোববার, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৩:৩৪ মিনিটে, ফায়ারফ্লাই এয়ারস্পেসের যান চাঁদে অবতরণ করে, গড়ে তোলে এক নতুন ইতিহাস। এই অভিযানের নাম দেওয়া হয়েছে "ব্লু ঘোস্ট মিশন ওয়ান"।
এটি বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা। এই ঐতিহাসিক অভিযানের পেছনে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সম্প্রতি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্প হাতে নিয়েছে ব্লু ঘোস্ট। তারই একটি হলো "অ্যাপোলো ওয়ান ওয়ান"। ভবিষ্যতে চাঁদে আবারও মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে "আর্টেমিস মিশন" এর মাধ্যমে। বিশাল ব্যয়ভার সামলাতে এই উদ্যোগ নিয়েছে নাসা।
নাসার পরিচালক জ্যেনেট পেট্রো বলেন, "আমরা আমেরিকাকে এগিয়ে রাখছি, গর্বিত করছি। আমরা সবই করছি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য।"
গত বছরের ফেব্রুয়ারিতে "ইনটুটিভ" নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বেসরকারিভাবে চাঁদে যান পাঠায়, তবে অবতরণের পরপরই সেটি ভেঙে পড়ে। তবে এবার, ফায়ারফ্লাই এয়ারস্পেসের প্রধান নির্বাহী জ্যাসন কিম নিশ্চিত করেছেন যে, "ব্লু ঘোস্ট মিশন" সফলভাবে অবতরণ করেছে।
ব্লু ঘোস্টের প্রকল্প পরিচালক রে অ্যালন সোর্থ জানিয়েছেন, যানটি নির্ধারিত লক্ষ্যস্থলের মাত্র ১০০ মিটারের মধ্যে অবতরণ করতে সক্ষম হয়েছে। এই যানটি ৪৫ দিনের জন্য নাসার প্রতিনিধি হিসেবে কমপক্ষে ১০টি বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে। এসব গবেষণা মূলত চাঁদের পরিবেশ ও ভবিষ্যতে সেখানে মানুষের সম্ভাব্য বসতি স্থাপনের সঙ্গে সম্পর্কিত।
শিলা ইসলাম