
ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আর সাথে সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের একটি বিশেষ প্রতিনিধি দল দামেশক পৌঁছেছে।
১৩ মার্চ, বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের প্রতিনিধি দলটি গতকাল সিরিয়ার রাজধানী দামেশকে এসে পৌঁছান এবং তাদের যথাযথ সম্মানের সাথে প্রেসিডেন্ট ভবনে নেওয়া হয়। প্রতিনিধি দলটি প্রেসিডেন্ট ভবনে পৌঁছালে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আ নিজেই তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের বরণ করেন।
এছাড়া প্রতিনিধি দলটি ঐতিহাসিক উমাইয়া জামে মসজিদেও পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত মুসল্লী ও জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন তুরস্কের ধর্মমন্ত্রী শায়েখ ড. আলি এরবাশ, ইউনিয়নটির মহাসচিব শায়েখ ড. আলি আল কারাদাগী, শায়েখ মুহাম্মাদ আল হাছান বিন দিদো শানকীতি এবং বিশিষ্ট ইতিহাসবিদ শায়েখ ড. আলি আস-সাল্লাবী প্রমুখ।
মো. মহিউদ্দিন