
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারীদের অন্যতম বৃহৎ সংগঠন অসি বাংলা সিস্টারহুডের উদ্যোগে সিডনিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৯ মার্চ (রবিবার) লিভারপুলে ঈদমেলার আয়োজন করা হয়।
উৎসব মুখর পরিবেশে সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে এই মেলা শুরুর সাথে সাথেই এই সুবিশাল অডিটোরিয়াম আগত অতিথিদের দিয়ে ভরে যায়।ঈদ মেলায় ৭৫টিরও বেশি পোশাক, গহনা, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশী খাবারের স্টল ছিলো। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিংসহ ছবি আকার সুযোগ ছিলো। এই অংশগ্রহণকারী স্টলের বেশিরভাগই ছিলো বাংলাদেশী নারী উদ্যোক্তারা।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অসি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্টতা জান্নাত ফেরদৌস। তিনি বিভিন্ন স্টল ঘুরে অংশগ্রহণকারী কমিউনিটির নানান বয়সের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সব অতিথিরা সুন্দর ব্যাবস্থাপনার জন্য প্রশংসা করেন।
সুবিশাল অডিটোরিয়ামে স্টলগুলি এত সুন্দরভাবে সাজানো ছিল যে, আগত দর্শনার্থীরা সানন্দে ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারছিলেন। রমজানের থিমে সাজানো রিবনস এন্ড রোজেজ এর ব্যানার সকল অতিথিদের প্রশংসা কুড়িয়েছে।
অস্টেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিরা স্বপরিবারে-স্ববান্ধবে এই বৃহৎ ঈদ মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটান। মেলায় খাবারের স্টলগুলি অত্যন্ত ব্যস্ত সময় পার করে এবং খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা খাবারের স্টল সব আইটেম সোল্ড আউট ঘোষণা করেন।
এই মেলায় সিডনির বাইরের শহরগুলি থেকেও অনেক অতিথি উপস্থিত হয়ে আয়োজনের প্রশংসা করেন। এই ঈদ মেলা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি অসাধারণ মিলনমেলার দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
আফরোজা