
ছবি: সংগৃহীত
সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ প্রতিদিন মাত্র ৩৫ মিনিটে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। হাজীদের ইবাদতে কোনো ব্যাঘাত না ঘটানোর লক্ষ্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সাড়ে ৩ হাজারেরও বেশি কর্মী একযোগে অংশ নিয়েছেন।
মসজিদুল হারামের ভেতরে ও বাইরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিন হাজারের বেশি কনটেইনার স্থাপন করা হয়েছে। প্রতিদিন গড়ে ৭০ টন আবর্জনা সংগ্রহ ও অপসারণ করা হয়, যা হজ মৌসুমে বেড়ে ১০০ টনে পৌঁছে যায়। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে ২৪ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে হাজীদের কোনো অসুবিধা না হয়।
কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো কাবা শরীফ ও এর আশপাশের এলাকা সম্পূর্ণ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা, যাতে আল্লাহর মেহমানরা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। প্রতিদিন লাখো মুসল্লির পদচারণায় মুখরিত থাকে কাবা প্রাঙ্গণ, তাই পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত ও কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করছেন।
এই দ্রুত ও সুচারুভাবে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম হাজীদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছে, যা তাদের ইবাদতে এক নতুন মাত্রা যোগ করে।
আসিফ