
ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যালকোহলজাত পণ্যের ওপর ২০০% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, যদি ইইউ মার্কিন হুইস্কির ওপর আরোপিত ৫০% শুল্ক অবিলম্বে না সরায়, তবে তিনি ফ্রান্সসহ ইইউভুক্ত দেশগুলোর ওয়াইন, শ্যাম্পেন এবং অন্যান্য অ্যালকোহলজাত পণ্যের ওপর এই কঠোর শুল্ক আরোপ করবেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম "ট্রুথ সোশ্যাল"-এ দেওয়া এক পোস্টে বলেন, "এটি আমেরিকার ওয়াইন ও শ্যাম্পেন ব্যবসার জন্য দারুণ হবে!"
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, "ইইউ যদি মার্কিন হুইস্কির ওপর আরোপিত ৫০% শুল্ক অবিলম্বে না সরায়, তাহলে আমরাও ইইউ থেকে আমদানি করা সব ধরনের ওয়াইন ও অ্যালকোহল পণ্যের ওপর ২০০% শুল্ক বসাব।"
ট্রাম্পের এই ঘোষণার ফলে মার্কিন-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ট্রাম্প প্রশাসন বিভিন্ন বাণিজ্য ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে, এবং এই পদক্ষেপ তার নীতি অব্যাহত রাখার ইঙ্গিত দিচ্ছে।
এই নতুন শুল্কের হুমকি বাস্তবায়িত হলে ফ্রান্সসহ ইউরোপের মদ রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে, অন্যদিকে মার্কিন মদ প্রস্তুতকারীরা প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে।
সূত্রঃ https://www.bbc.com/news/live/cx2gprz84rlt?post=asset%3A521e079d-35ab-48c8-9d9e-faf4faf730ce#post
ইমরান