ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ধারে বিরিয়ানি না দেওয়ায় দোকান ভাঙচুর, মারধর!

প্রকাশিত: ১৮:০৭, ১৩ মার্চ ২০২৫

ধারে বিরিয়ানি না দেওয়ায় দোকান ভাঙচুর, মারধর!

ছবি: সংগৃহীত

ধারে বিরিয়ানি না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ওই বিরিয়ানি ব্যবসায়ীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনা ঘিরে মঙ্গলবার রাতে চাঞ্চল্য তৈরি হয় ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউনের সাপুরজি এলাকায়। পুলিশ জানিয়েছে, অজয় সর্দার নামে ওই অভিযুক্ত তৃণমূলের ঘনিষ্ঠ। যদিও ওই ব্যবসায়ীর দাবি, তিনি এলাকায় সক্রিয় ভাবে তৃণমূল করেন। অজয় তৃণমূলের নাম করে এলাকায় তোলা তোলেন। এ নিয়ে অজয়কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, টেক্সট মেসেজেরও উত্তর দেননি। টেকনো সিটি থানার পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী ও অভিযুক্ত একে অন্যের পরিচিত। অজয়ের খোঁজ চলছে।

রূপম বিশ্বাস নামে ওই বিরিয়ানি ব্যবসায়ীর দাবি, অজয় মাঝেমধ্যেই তাঁর দোকান থেকে বিরিয়ানি নেন, কিন্তু টাকা দেন না। মঙ্গলবারও তিনি দোকানে এসে ধারে দশ প্লেট বিরিয়ানি চাইলে দোকানের কর্মী দিতে রাজি হননি। রূপমের অভিযোগ, ‘‘এর পরেই অজয় আমায় ফোন করে ধারে বিরিয়ানি দিতে বললে অস্বীকার করি। কারণ, রোজার মাসে ব্যবসা ঠিক মতো হচ্ছে না। সেই কথা ওকে জানাই। কিন্তু ও আমার দোকান ভাঙার হুমকি দেয়। ও যে সত্যিই দোকানে ভাঙচুর করবে, ভাবিনি। খবর পেয়ে দোকানে গিয়ে অজয়ের মুখোমুখি হতেই সে উইকেট দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেয়।’’

অভিযোগকারী রূপম পাথরঘাটা পঞ্চায়েত এলাকার বাসিন্দা। রাতেই হাসপাতালে গিয়ে মাথায় সেলাই করাতে হয় তাঁকে। তিনি টেকনো সিটি থানায় অভিযোগ করেন। ঘটনার পরেই অজয় এলাকা ছেড়ে পালান বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই অজয়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন। আগেও থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি।

শিহাব

×