ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক!

প্রকাশিত: ১৬:১১, ১৩ মার্চ ২০২৫

বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক!

ছবি সংগৃহীত

ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা। সম্প্রতি কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস ও ইউগভ পরিচালিত ‘২০২৪ ইন্ডিয়ান-আমেরিকান সার্ভে’ এই তথ্য প্রকাশ করেছে।

জরিপে দেখা গেছে, বাইডেন প্রশাসনের অধীনে ভারত-মার্কিন সম্পর্ককে বেশি ইতিবাচকভাবে দেখছেন ভারতীয়-মার্কিনরা। তারা ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে বেশি পছন্দ করেন। তবে রিপাবলিকান সমর্থক ভারতীয়-মার্কিনদের মধ্যে ৬৬% মনে করেন, ট্রাম্পই ভারত-মার্কিন সম্পর্কের জন্য ভালো ছিলেন, যেখানে ডেমোক্র্যাট সমর্থকদের ৯২% ট্রাম্পের বিপক্ষে মত দিয়েছেন।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে মতভেদ দেখা গেছে; ডেমোক্র্যাট সমর্থক ভারতীয়-মার্কিনরা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল, আর রিপাবলিকানরা ইসরায়েলকে সমর্থন করেছেন। জরিপে ৪০% অংশগ্রহণকারী মনে করেন, গাজা যুদ্ধে বাইডেন অতিমাত্রায় ইসরায়েলকে সমর্থন করেছেন।

ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ৪৭% ভারতীয়-মার্কিন নাগরিক মনে করেন, ভারত সঠিক পথে এগোচ্ছে, যা ৪ বছর আগের তুলনায় ১০% বেশি। সমান সংখ্যক মানুষ মোদির নেতৃত্বকে সমর্থন করেন। তবে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ৪০% মনে করেন, নির্বাচন ভারতকে আরও গণতান্ত্রিক করেছে।

এ ছাড়া, গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টার অভিযোগ সম্পর্কে জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকই অবগত নন।

আসিফ

×