ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ইনস্টাগ্রামে বন্ধুত্ব, দিল্লিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ব্রিটিশ নাগরিক

প্রকাশিত: ১১:৩২, ১৩ মার্চ ২০২৫

ইনস্টাগ্রামে বন্ধুত্ব, দিল্লিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ব্রিটিশ নাগরিক

ছবি:সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিল্লি পুলিশ এই ঘটনা সম্পর্কে জানিয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, মহিপালপুর এলাকার একটি হোটেলে দুই পুরুষ ওই নারীকে ধর্ষণ করেন। 

 

 

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কর্তৃপক্ষের মতে অভিযুক্তদের একজন ইনস্টাগ্রামে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। তার সঙ্গে দেখা করতেই ওই নারী ভারতের এসেছিলেন বলেও জানা যাচ্ছে।

 

 

এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুই অভিযুক্ত—কেইলাস এবং তার বন্ধু ওয়াসিমকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

আঁখি

×