ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিজেপির হিন্দুত্ব ’ভুয়া’: মমতা ব্যানার্জি

প্রকাশিত: ১০:৫৪, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ১০:৫৫, ১৩ মার্চ ২০২৫

বিজেপির হিন্দুত্ব ’ভুয়া’: মমতা ব্যানার্জি

ছ‌বি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 'মুসলিম বিধায়ক' সম্পর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং বিজেপিকে রাজ্যে 'ভুয়া হিন্দুত্ব' প্রচারের অভিযোগে অভিযুক্ত করেন।

পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী দাবি করেন যে বিজেপি পরবর্তী বিধানসভা নির্বাচনে জয়ী হলে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে বের করে দেওয়া হবে। এর জবাবে মমতা বলেন, “আপনার আমদানি করা হিন্দু ধর্ম বেদ বা আমাদের ঋষিদের দ্বারা সমর্থিত নয়। নাগরিক হিসেবে মুসলিমদের অধিকার অস্বীকার করা সম্পূর্ণ প্রতারণা। আপনারা ভুয়া হিন্দুত্ব আমদানি করছেন।”

তিনি বিজেপির ধর্মীয় অনুভূতি কাজে লাগানোর চেষ্টার সমালোচনা করে বলেন, “আমি হিন্দু ধর্ম রক্ষা করার অধিকার রাখি, তবে আপনার সংজ্ঞায়িত হিন্দুত্বকে নয়। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না।”

শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাবে মমতা প্রশ্ন তোলেন, “৩৩% জনসংখ্যাকে কীভাবে বাতিল করা যায়? এই দেশ নিজস্ব নীতি অনুসরণ করে এবং আমরা মুসলিম ও আদিবাসীসহ সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল।” তিনি মাওলানা আবুল কালাম আজাদের মতো নেতাদের উদ্ধৃত করে ধর্মীয় সম্প্রীতির প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, টিএমসি নেতারা—ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির ও মদন মিত্র—সম্প্রতি কিছু মন্তব্য করেছেন, যার জন্য দল তাঁদের সতর্ক করেছে। “এটি আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়,” তিনি স্পষ্ট করেন।

মমতা ব্যানার্জির 'ভুয়া হিন্দুত্ব' মন্তব্যের প্রতিবাদে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। বিজেপির চিফ হুইপ শঙ্কর ঘোষের নেতৃত্বে প্রায় ২৫ জন বিধায়ক মূল ফটকের সামনে বিক্ষোভ দেখান এবং অভিযোগ করেন যে গ্যালারিতে উপস্থিত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি, যিনি হয়তো পুলিশের বিশেষ শাখার সদস্য বা টিএমসি-র কেউ হতে পারেন, সেখানে উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: https://www.hindustantimes.com/india-news/bjp-sweeps-haryana-municipal-election-results-2025-full-list-of-winners-in-nagar-nigam-mayoral-polls-101741767854352.html

আবীর

×