ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যেসব উন্নত দেশে সহজেই মিলবে নাগরিকত্ব

প্রকাশিত: ২১:৩০, ১২ মার্চ ২০২৫

যেসব উন্নত দেশে সহজেই মিলবে নাগরিকত্ব

ছবি: সংগৃহীত।

উন্নত দেশের নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। বিশেষত, যেসব দেশে সুযোগ-সুবিধা বেশি এবং জীবনযাত্রার মান উন্নত, সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য নাগরিকত্ব লাভ করতে চান অনেকে। সাধারণত যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কিছু দেশ নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে তুলনামূলক সহজ নীতি অনুসরণ করে। তবে নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হয়।

নাগরিকত্ব প্রদানের প্রধান চারটি শর্ত

বিভিন্ন দেশ নাগরিকত্ব প্রদান করার আগে সাধারণত নিম্নলিখিত চারটি বিষয় বিবেচনা করে—

১. জন্মসূত্রে নাগরিকত্ব: ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকরা এই সুবিধা বেশি পেয়ে থাকেন। এছাড়া শক্তিশালী পাসপোর্টধারী দেশের নাগরিকরাও বিশেষ সুবিধা পান।

২. অভিবাসনের সময়কাল: অধিকাংশ দেশে কমপক্ষে পাঁচ বছর স্থায়ীভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। কিছু দেশে দুই বছর পরও নাগরিকত্বের আবেদন করার সুযোগ রয়েছে।

৩. অর্থনৈতিক সামর্থ্য: অনেক দেশ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্বের সুবিধা দেয়। নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলেই এই সুবিধা পাওয়া যায়।

৪. বিয়ে: যদি কেউ সংশ্লিষ্ট দেশের নাগরিককে বিয়ে করেন, তাহলে সহজেই নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে।

যেসব দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

কানাডা

কানাডা অনেকের স্বপ্নের দেশ, যেখানে সহজ শর্তে নাগরিকত্ব পাওয়া যায়। কানাডার নির্দিষ্ট ১২টি সেক্টরে কাজের সুযোগ রয়েছে। নাগরিকত্বের জন্য কমপক্ষে পাঁচ বছর বসবাস করতে হবে, যার মধ্যে টানা ১,০৯৫ দিন অবস্থান করলেই আবেদন করা যাবে। পাঁচ বছরের মধ্যে আয়করসহ তিনটি কর ফাইল দাখিল করতে হবে। এছাড়া ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা এবং কানাডার ইতিহাস, মূল্যবোধ, প্রতিষ্ঠান ও অধিকার সম্পর্কিত একটি পরীক্ষা দিতে হবে।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে পাঁচ বছর দেশটির গ্রিনকার্ডধারী হতে হবে। তবে কোনো মার্কিন নাগরিককে বিয়ে করে তার সঙ্গে কমপক্ষে তিন বছর বসবাস করলে দ্রুত নাগরিকত্ব পাওয়া সম্ভব।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি তুলনামূলক সহজ। নাগরিকত্বের জন্য টানা এক বছর বসবাস করতে হবে এবং নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আয়ারল্যান্ড

যদি কেউ টানা এক বছর আয়ারল্যান্ডে বসবাস করেন, তাহলে সহজেই নাগরিকত্ব পেতে পারেন। দেশটির ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করলেও নাগরিকত্ব পাওয়া সহজ হয়।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে যদি কেউ ব্যবসা শুরু করেন, চাকরি পান বা দেশটির নাগরিককে বিয়ে করেন, তাহলে দুই বছর স্থায়ীভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না।

মেক্সিকো

মেক্সিকোতে পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা যায়। তবে কেউ যদি মেক্সিকান বংশোদ্ভূত হন, তার মেক্সিকান সন্তান থাকে, অথবা মেক্সিকান নাগরিককে বিয়ে করে দুই বছর সংসার করেন, তাহলে দ্রুত নাগরিকত্ব পাওয়া সম্ভব। এছাড়া সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান বা শিল্পে অবদান রাখলেও সহজেই নাগরিকত্ব পাওয়া যায়। তবে স্প্যানিশ ভাষা জানা বাধ্যতামূলক।

আর্জেন্টিনা

আর্জেন্টিনার নাগরিকত্ব পেতে মাসিক কমপক্ষে ১,০০০ মার্কিন ডলার আয়ের প্রমাণ দেখাতে হবে। এই শর্ত পূরণ করলে মাত্র দুই বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়া সম্ভব।

পেরু

পেরুতে কেউ যদি পড়াশোনা করেন বা ব্যবসা শুরু করেন, তাহলে দুই বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

ব্রাজিল

ব্রাজিলের নাগরিকত্ব পেতে হলে সেখানে চার বছর বসবাস করতে হবে। পাশাপাশি আবেদনকারীর পর্তুগিজ ভাষায় দক্ষতা থাকতে হবে।

উন্নত অনেক দেশ নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে নমনীয় নীতি অনুসরণ করে। তবে বিভিন্ন দেশের অভিবাসন আইন ও শর্ত ভিন্ন হয়ে থাকে। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে সহজেই নাগরিকত্ব পাওয়া সম্ভব।

সায়মা ইসলাম

×