ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এবার রোজা ২৯টি নাকি ৩০টি?

প্রকাশিত: ২১:১৩, ১২ মার্চ ২০২৫

এবার রোজা ২৯টি নাকি ৩০টি?

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। একইসঙ্গে চলতি বছরের রমজান মাস ২৯ দিন নাকি ৩০ দিন হবে, সে সম্পর্কিত তথ্যও প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, ‘যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে, যা ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপনের ইঙ্গিত দেয়।’

আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয়, তাহলে এবার ওই অঞ্চলের মুসলমানরা ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল, ফলে ১ মার্চ থেকে রমজান শুরু হয়।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে।

এছাড়া, যদি রমজান ৩০ দিন পূর্ণ হয়, তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি পাবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সায়মা ইসলাম

×