
ছবি: প্রতীকী
ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সদ্যোজাত দুই যমজ সন্তানের কান্নায় বিরক্ত হয়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করল এক মা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সি ওই মহিলা প্রথমে দাবি করেছিল যে, দুধ কিনতে বাইরে গিয়েছিল এবং ফিরে এসে দেখে দুই সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর দ্রুত তাদের রানিপুরের এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্বামী মহেশ সাকলানিকে বিষয়টি জানায় সে। মহেশ হরিদ্বারের একটি বেসরকারি সংস্থায় কর্মরত।
৬ মার্চ মহেশ জোয়ালাপুর থানায় অভিযোগ দায়ের করেন যে তার সন্তানদের হত্যা করা হয়েছে। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, কিন্তু কোনো অপরিচিত ব্যক্তির ঘরে প্রবেশ বা বের হওয়ার প্রমাণ মেলেনি। সন্দেহ আরও গভীর হলে মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর তখনই সে স্বীকার করে যে, সন্তানদের কান্নায় বিরক্ত হয়েই তাদের হত্যা করেছে।
জেরায় সে জানায়, দিনের পর দিন সন্তানদের কান্নায় ঘুম হচ্ছিল না তার। একাই দুই সন্তানের যত্ন নেওয়ার কারণে প্রবল ক্লান্ত হয়ে পড়েছিল। প্রথমে লেপ দিয়ে মুখ ঢেকে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু তাতে শিশুরা আরও জোরে কাঁদতে শুরু করে। পরে ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করে সে। সন্দেহের হাত থেকে বাঁচতে সকালে দুধ কেনার অজুহাতে বাইরে বেরিয়ে আসে এবং পরিকল্পিতভাবে সন্তানদের অজ্ঞান হয়ে যাওয়ার গল্প তৈরি করে।
পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এম.কে.