ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিমানে সহবাস করতে চাওয়া অন্তর্বাসে খরচ ১১.৩ লক্ষ টাকা

প্রকাশিত: ১৫:৪১, ১২ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৪২, ১২ মার্চ ২০২৫

বিমানে সহবাস করতে চাওয়া অন্তর্বাসে খরচ ১১.৩ লক্ষ টাকা

ইউরোপ ভ্রমণে গিয়ে শুধুমাত্র ১১.৩ লক্ষ টাকার অন্তর্বাস কিনেছিলেন প্রাক্তন ফেসবুক সিওও শেরিল স্যান্ডবার্গ এবং তাঁর সহকারী। এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন প্রাক্তন ফেসবুক কর্মী উইন-উইলিয়ামস। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

২০১৭ সালে ফেসবুকের চাকরি থেকে পদত্যাগ করেন ওই কর্মী। তার আগে তিনি ৬ বছর ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেই ৬ বছরের অভিজ্ঞতায় উঠে এসেছে তাঁর লেখা বই 'কেয়ারলেস পিপল: আ ক্যাউশনারি টেল অফ পাওয়ার, গ্রিড এন্ড লস্ট আইডিয়ালিজম'-র পাতায়।

উইন-উইলিয়ামস জানিয়েছেন, প্রাক্তন ফেসবুক সিওও শেরিল স্যান্ডবার্গ এবং তাঁর মহিলা সহকারী গাড়িতে ইউরোপ ভ্রমণের সময় একে অপরের কোলে ঘুমাতেন। এমনকী তাঁরা একে অপরের চুলে হাত বুলিয়ে দিতেন। প্রাক্তন ফেসবুক কর্মী আরও বলেন, 'শেরিল স্যান্ডবার্গ তাঁকে তাদের দু'জনের জন্য অন্তর্বাস কিনতে বলেছিলেন। আর সেই অন্তর্বাসের জন্য খরচ হয়েছিল ১১.৩ লক্ষ টাকা। পরে স্যান্ডবার্গ ব্যক্তিগত জেট বিমানে বাড়ি ফেরার সময় তাঁকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।' কিন্তু উইন-উইলিয়ামস সেই প্রস্তাব অস্বীকার করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন প্রাক্তন ফেসবুক সিওও।

তবে মেটার এক মুখপাত্র প্রাক্তন কর্মীর অভিযোগগুলি খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, 'এগুলি সংস্থার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের সংমিশ্রণ। বরং খারাপ পারফরম্যান্স এবং আচরণের জন্য আট বছর আগে উইন-উইলিয়ামসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সেই সময়ে অভ্যন্তরীণ তদন্তে তাঁর উপর হয়রানির অভিযোগগুলি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছিল।' মুখপাত্র আরও বলেছেন, তারপর থেকে উইন-উইলিয়ামসকে ফেসবুক-বিরোধীরা আর্থিক সহায়তা করছে।আইটিও সেই কাজের প্রতিফলন।

তবে শুধুমাত্র শেরিল স্যান্ডবার্গ নয় উইন-উইলিয়ামস তাঁর ভইয়ে মেটা সিইও মার্ক জাকারবার্গের কথাও তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, মার্ক জাকারবার্গে ইঞ্জিনিয়ারিং এবং কোডিং-এর প্রতি আচ্ছন্ন থেকে রাজনীতি এবং জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে উঠেছেন।মার্ক জাকারবার্গের এশিয়া সফরের সময় ইন্দোনেশিয়ায় ১০ লক্ষেরও বেশি মানুষের জমায়েত যাতে হয়, তার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। মঙ্গলবার উইন-উইলিয়ামসের বইটি প্রকাশের ঠিক আগে পর্যন্ত প্রকাশক কর্তৃক বিষয়টি গোপন রাখা হয়। যার মধ্যে ফেসবুক নেতৃত্বের তীব্র সমালোচনা করা হয়েছে। উইন-উইলিয়ামস স্যান্ডবার্গ এবং জুকারবার্গকে বেপরোয়া এবং ক্ষমতালোভী হিসেবে চিহ্নিত করেছেন। তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে দাবি করেছেন ওই প্রাক্তন ফেসবুক কর্মী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

ফুয়াদ

×