
১৮ ঘন্টা পেরিয়ে গেলেও পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের জিম্মি দশার অবসান হয়নি। চলছে নিরাপত্তা বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান। এ পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫৫ জন জিম্মি। নিহত হয়েছে কমপক্ষে ২৭ বিচ্ছিন্নতাবাদী। সন্ত্রাসী হামলায় সেনাসহ ৩০ জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। নিরাপত্তাবাহিনী বিমান নিয়ে অভিযান চালালে সব জিম্মিকে মেরে ফেলার হুমকি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ধারণা করা হচ্ছে আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে এই মিশন।
মঙ্গলবার বেলুচিস্তানের পাহাড়ি এলাকা কোয়েটা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। রেললাইন উড়িয়ে দিয়ে পাহাড়ের নিচে একটি টানেলের কাছে থামাতে বাধ্য করে যাত্রীবাহী ট্রেনটিকে। নয়টি বগি দখলে নিয়ে জিম্মি করা হয় প্রায় ৫০০ যাত্রীকে।
এ ঘটনা জানাজানির পরই ঘটনা স্থলে পাঠানো হয় সেনাসহ নিরাপত্তাবাহিনীর বেশ কয়টি টীম। ঘন্টার পর ঘন্টা অভিযান এবং দুই পক্ষের গোলাগুলিতে ঘটেছে হতাহতের ঘটনা।
পুরো এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। রাজ্যজুড়ে অব্যহত জরুরি অবস্থা। জিম্মিদের উদ্ধারে পাঠানো হয়েছে রিলিফ ক্রেইন। তবে এখনও জিম্মি দশা কাটেনি বেশিরভাগের।
মুমু