ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মার্কিন মদে ১৫০% শুল্ক ভারতের

প্রকাশিত: ১৩:৫৭, ১২ মার্চ ২০২৫

মার্কিন মদে ১৫০% শুল্ক ভারতের

ছবি সংগৃহীত

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে চলমান উত্তেজনা এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউজের প্রতিনিধিরা ভারতের শুল্ক ব্যবস্থা নিয়ে একাধিক বার সমালোচনা করেছেন।

তাদের অভিযোগ, ভারত মার্কিন পণ্যের ওপর অত্যধিক শুল্ক আরোপ করে, যার মধ্যে মার্কিন মদের ওপর ১৫০% শুল্কও রয়েছে। এর ফলে, মার্কিন ব্র্যান্ড ‘কেন্টাকির বোরবন হুইস্কি’র রফতানি ভারতে কঠিন হয়ে পড়ছে।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের শুল্ক পদ্ধতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, "ভারত মার্কিন মদের ওপর ১৫০% শুল্ক ধার্য করেছে, যা ভারতীয় বাজারে কেম্পটিটিভ মার্কিন পণ্যের আমদানির ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে। এছাড়া, কৃষিপণ্যের ওপর ভারত ১০০% শুল্ক আরোপ করেছে, যা মার্কিন কৃষকদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ।"

ভারত গত ফেব্রুয়ারিতে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০% শুল্ক কমিয়ে ১০০% করেছে। এর ফলে, ভারতে জিম বিমসহ আরও কিছু মার্কিন ব্র্যান্ডের দাম কমতে পারে। কিন্তু, ওয়াশিংটন প্রশাসন এখনও পুরোপুরি সন্তুষ্ট নয়, কারণ ভারত সরকারের পক্ষ থেকে শুল্ক কমানোর ব্যাপারে কোনও দৃঢ় প্রতিশ্রুতি এখনো পাওয়া যায়নি

আশিক

×