
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের গ্রেপ্তার ও আটকের পরিবর্তে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে "সিবিপি হোম" নামে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার (১০ মার্চ) এই অ্যাপ চালু করা হয়, যা আগে "সিবিপি ওয়ান" নামে পরিচিত ছিল।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, এই অ্যাপ অভিবাসীদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার বিকল্প দেবে, অন্যথায় তাদের খুঁজে বের করে বহিষ্কার করা হবে।
ট্রাম্প প্রশাসন আগামী ১১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে, যেখানে অবৈধ অভিবাসীদের ফেডারেল সরকারের সঙ্গে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে, নতুবা তারা জরিমানা বা কারাদণ্ডের মুখোমুখি হবেন।
এর আগে বাইডেন প্রশাসন এই অ্যাপের মাধ্যমে মেক্সিকোর প্রায় ১০ লাখ অভিবাসীকে সীমান্ত পারাপারের সুযোগ দিয়েছিল, তবে রিপাবলিকানরা তা সমালোচনা করে বলেছে, এতে যুক্তরাষ্ট্রে গণঅভিবাসন সহজতর হয়েছে।
সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা
রাজু