ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রাশিয়ায় স্মরণকালে ভয়াবহ ড্রোন হামলা চালালো ইউক্রেন

প্রকাশিত: ০৮:২৭, ১২ মার্চ ২০২৫

রাশিয়ায় স্মরণকালে ভয়াবহ ড্রোন হামলা চালালো ইউক্রেন

ছবি:সংগৃহীত

গত মঙ্গলবার, ইউক্রেন রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ৩৩৭টি ড্রোন ছিল। এর মধ্যে ৯১টি ড্রোন মস্কোকে লক্ষ্য করে ছোঁড়া হয়। প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, আজ ভোরে সিরিজ আক্রমণ চালানো হয়, যার কারণে মস্কোর বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বেশ কিছু ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার পর মস্কোর চারটি প্রধান বিমানবন্দর এবং ইয়ারোস্লাভল ও নিজনি নভগোরোদ অঞ্চলের দুটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ইউক্রেনের এই হামলা প্রতিহত করা হয়েছে এবং অন্তত ৯১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ হামলায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। হামলায় বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরে যায় কয়েকটি স্থানে এবং বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এ হামলা এমন এক সময়ে ঘটেছে যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে, এবং ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সৌদি আরবে আলোচনা করতে গেছেন। একদিকে, রুশ বাহিনী কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলতে চেষ্টা করছে, আর অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলা তীব্রতর হচ্ছে। 

এই হামলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে এসে সংঘাতের আরও গভীরতা এবং তীব্রতা বাড়িয়েছে। যদিও কূটনৈতিক আলোচনা চলছে, তবে রণক্ষেত্রে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আঁখি

×