ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ট্রাম্পের শুল্কে ক্ষুব্ধ কানাডায় মার্কিন পণ্য বর্জনের হিড়িক

প্রকাশিত: ০৭:৪৬, ১২ মার্চ ২০২৫

ট্রাম্পের শুল্কে ক্ষুব্ধ কানাডায় মার্কিন পণ্য বর্জনের হিড়িক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে প্রতিবাদে কানাডাজুড়ে মার্কিন পণ্য বর্জনের ঢেউ উঠেছে। টরন্টোর জনপ্রিয় পানশালা ‘ম্যাডিসন অ্যাভিনিউ পাব’ তাদের মেন্যু থেকে সব মার্কিন পণ্য সরিয়ে নিয়েছে। মন্ট্রিয়লের একটি ক্যাফে ‘আমেরিকানো’ কফির নাম বদলে রেখেছে ‘কানাডিয়ানো’।

কানাডার নাগরিকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত মার্কিন শুল্ক পুরোপুরি প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই প্রতিরোধ অব্যাহত রাখবেন।

এরই মধ্যে অভিনেতা জেফ ডগলাস ট্রাম্পের ‘কানাডাকে ৫১তম রাজ্য’ মন্তব্যের প্রতিবাদে ভাইরাল ভিডিওবার্তা দিয়েছেন। কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম ‘সিবিসি’র একটি অনুষ্ঠানকেও ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে।

এদিকে, ট্রাম্প প্রশাসন কিছু শুল্ক স্থগিত করলেও কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি একে ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেন। পাল্টা হিসেবে অন্টারিও নেতা ডগ ফোর্ড মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের দিকে ইঙ্গিত করে ফোর্ড বলেন, আমি মার্কিন জনগণের জন্য দুঃখিত। কারণ এটি তাদের ভুল নয়, এমনকি নির্বাচিত কর্মকর্তাদেরও নয়—এটি একজন ব্যক্তির সিদ্ধান্ত।

বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে কানাডার অর্থনীতি ও চাকরি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কানাডীয় পর্যটকের সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমেছে।

 

সূত্র: বিবিসি

রাজু

×