ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

১১ সৈন্য নিহত

পাকিস্তানে ট্রেনে স্বাধীনতাপন্থি বালুচদের হামলা, পাঁচ শতাধিক আরোহী জিম

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ১২ মার্চ ২০২৫

পাকিস্তানে ট্রেনে স্বাধীনতাপন্থি বালুচদের হামলা, পাঁচ শতাধিক আরোহী জিম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচ শতাধিক যাত্রীসহ চলন্ত ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়েছে স্বাধীনতাপন্থি সশস্ত্র বালুচ লিবারেশন আর্মি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচ শতাধিক যাত্রীসহ একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়েছে স্বাধীনতাপন্থি সশস্ত্র বালুচ লিবারেশন আর্মি-বিএলএ। ট্রেনটিতে সাধারণ যাত্রীর পাশাপাশি বহু সেনা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রয়েছেন। 
মঙ্গলবারের এ হামলায় ট্রেনটির চালক আহত হয়েছেন। ওই হামলার সময় পাঁচ শতাধিক আরোহীকে বহন করা জাফর এক্সপ্রেসে ৯টি বগি ছিল। ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের দিকে যাচ্ছিল। এক বিবৃতিতে বিএলএ হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের হামলায় ছয়জন নিহত হয়েছে এবং ট্রেনটি থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ পাঁচ শতাধিক মানুষকে জিম্মি করেছে। খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। 
জিম্মিদের মুক্ত করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে পরিণতি ‘মারাত্মক’ হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে বিএলএ। নিহতের খবর এবং কাউকে জিম্মি করা হয়েছে কিনা প্রাদেশিক সরকার বা রেলওয়ের কেউ তা নিশ্চিত করেনি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকার ঘটনাস্থলে পৌঁছেছে। 
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেন, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে মোতায়েন করা হয়েছে। পাক রেলওয়ের কন্ট্রোলার মুহাম্মাদ কাশিফ বলেন, সশস্ত্র ব্যক্তিরা ট্রেনটি ৮ নং টানেলের কাছে থামিয়েছে। ট্রেনের কর্মী ও যাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। উল্লেখ্য, বেলুচিস্তানে দশকপুরনো যে বিদ্রোহ চলছে, তাতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে খনিজসম্পদে ভরপুর ওই অঞ্চলে নিয়মিতই সরকার, সেনাবাহিনী ও চীনা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর হামলা চালাতে দেখা গেছে।
ইসলামাবাদের সরকার বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদে অন্যায্য শোষণ চালাচ্ছে দাবি করা বিএলএ স্বাধীন বেলুচিস্তানের দাবিতে সোচ্চার। দশকের পর দশক ধরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওই অঞ্চলে যারা লড়াই করছে তাদের মধ্যে বিএলএ-ই সবচেয়ে বড়। 
খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালের বিএলএ সদস্যদের গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেন তারা। বালুচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালোচ হুমকি বলেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে। তিনি দাবি করেছেন, অভিযানে গিয়ে সেনাবাহিনীর অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এখন পর্যন্ত ১১ সেনা নিহত হয়েছে এবং কয়েকশ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বালুচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটির যাত্রীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

×