
ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধকে আরও উত্তপ্ত করে তুললেন। তিনি ঘোষণা দিয়েছেন যে, কানাডা থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ বাড়িয়ে ৫০% করা হবে। এই নতুন শুল্ক বুধবার সকাল থেকে কার্যকর হবে এবং এটি ইতোমধ্যেই আর্থিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ট্রাম্পের এই সিদ্ধান্ত এসেছে অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের ঘোষণার প্রতিক্রিয়ায়। ফোর্ড ঘোষণা দেন যে, যদি ট্রাম্প তার শুল্ক বৃদ্ধির হুমকি প্রত্যাহার না করেন, তবে অন্টারিও থেকে যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত বিদ্যুতের ওপর ২৫% সারচার্জ বসানো হবে। এই বিদ্যুৎ নিউইয়র্ক, মিশিগান এবং মিনেসোটা রাজ্যের ১৫ লাখ বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়।
ট্রাম্প তার Truth Social প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, তিনি বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিককে নির্দেশ দিয়েছেন কানাডার ধাতব আমদানির ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করতে। এছাড়া, অন্যান্য দেশের আমদানি করা ধাতব পণ্যের ওপর ২৫% শুল্ক বুধবার থেকে কার্যকর হবে।
ট্রাম্প আরও অভিযোগ করেন যে, কানাডা ডেইরি ও অন্যান্য কৃষিপণ্য রক্ষা করতে কঠোর বাণিজ্য নীতি গ্রহণ করেছে এবং আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক আরও "ব্যাপকভাবে বৃদ্ধি" করার হুঁশিয়ারি দেন।
সূত্রঃ রয়টার্স
ইমরান