ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ব্রিটিশ উপকূলে ট্যাঙ্কার-জাহাজ সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ১১ মার্চ ২০২৫

ব্রিটিশ উপকূলে ট্যাঙ্কার-জাহাজ সংঘর্ষ

একটি ট্যাঙ্কারের সঙ্গে জাহাজের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে

যুক্তরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে রাসায়নিকবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে জাহাজের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইংল্যান্ডের উপকূলের কাছে সংঘর্ষের এই ঘটনায় ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। খবর এএফপির।
ব্রিটেনের গ্রিমসবি বন্দরের পরিচালক মার্টিন বয়ার্স বলেছেন, ট্যাঙ্কার ও জাহাজের সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য তিনটি জাহাজে করে উপকূলে আনা হয়েছে। বর্তমানে সেখানে অ্যাম্বুলেন্স সারিবদ্ধ করে রাখা হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, পূর্ব ইয়র্কশায়ারের উপকূলে একটি ট্যাঙ্কার এবং কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনার পর যুক্তরাজ্যের উপকূলরক্ষী বাহিনী উদ্ধার অভিযানের সমন্বয় করছে।

দূষণের প্রতিক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ব্রিটিশ উপকূলরক্ষী বাহিনী পর্যালোচনা করছে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, উপকূলের প্রায় ১৬ কিলোমিটার দূরে ঘন, কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উড়তে দেখা যায়।

×