ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ফের রাজতন্ত্রের পথে নেপাল, ক্ষমতাচ্যুত রাজাকেই ফেরাচ্ছে জনগণ!

প্রকাশিত: ১৯:৪১, ১১ মার্চ ২০২৫

ফের রাজতন্ত্রের পথে নেপাল, ক্ষমতাচ্যুত রাজাকেই ফেরাচ্ছে জনগণ!

ছবি: সংগৃহীত

নেপালের রাজপথে আবারও রাজতন্ত্রের দাবিতে উত্তাল জনস্রোত। হাজার হাজার মানুষ সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে। তাদের দাবি, নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনা হোক এবং দেশটিকে আবারও হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক।

সম্প্রতি নেপালের পশ্চিমাঞ্চল সফর শেষে রবিবার রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ। সেখানে তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। স্লোগান ওঠে— "আমরা আবার রাজতন্ত্র চাই!" তাদের একাংশ দাবি তোলে, জ্ঞানেন্দ্রকে আবার রাজপ্রাসাদে বসবাসের অনুমতি দেওয়া হোক এবং নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। এই সমর্থনে দেশজুড়ে বাইক মিছিলও বের করা হয়।

পুলিশের তথ্যানুযায়ী, এই রাজতন্ত্রপন্থী আন্দোলনে অন্তত ১০ হাজার মানুষ অংশ নিয়েছিল। দুই দশক আগেও নেপাল ছিল একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র। তবে ২০০৬ সালে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাচ্যুত হন এবং ২০০৮ সালের মে মাসে সংবিধান সংশোধনের মাধ্যমে ২৪০ বছরের পুরনো রাজতন্ত্র বিলুপ্ত করা হয়। এরপর নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালে দেশটির নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান অনুমোদিত হয়।

২০০১ সালের জুন মাসে নেপালের রাজপরিবারে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডে তার বড় ভাই রাজা বীরেন্দ্র শাহসহ পুরো রাজপরিবার নিহত হন। এরপর জ্ঞানেন্দ্র শাহ সিংহাসনে বসেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং মাওবাদী সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় ২০০৫ সালে গণতান্ত্রিক সরকারকে অপসারণ করে ক্ষমতা হাতে নেন তিনি। এর ফলে দ্রুত সময়ের মধ্যেই তার বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ দেখা দেয়। ২০০৮ সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে নেপালে অন্তত ১৩টি সরকার পরিবর্তিত হয়েছে, কিন্তু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতির লক্ষণ দেখা যায়নি বলে অভিযোগ তুলছেন জনগণ।

সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীদের দাবি, বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থনৈতিক সংকট ও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাই তারা আবারও রাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছেন। রাজতন্ত্রপন্থীদের মতে, নেপালের ভবিষ্যৎ উন্নতির জন্য সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকেই আবার ক্ষমতায় ফিরিয়ে আনা উচিত।

ভিডিও দেখুন: https://youtu.be/J0Jj3YcI7Yc?si=dgZw1_dKMLDtT_6s

এম.কে.

×