
ছবি:সংগৃহীত
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার পর ম্যানিলা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। হংকং থেকে দেশে ফেরার পরই মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, বিশেষ করে তার মাদক বিরোধী অভিযানে হাজার হাজার সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে হত্যা করার অভিযোগ রয়েছে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়, যখন তিনি ডাভাও শহরের মেয়র এবং পরে প্রেসিডেন্ট ছিলেন। এই সময়কালে তার কর্মকাণ্ড মানবাধিকার সংগঠনগুলো এবং আইসিসির তদন্তের আওতায় আসে, যেহেতু এগুলো সম্ভবত মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়তে পারে।
২০১৯ সালে ফিলিপাইন রোম সংবিধি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, যা অনেকেই দুর্তাতের বিরুদ্ধে চলমান তদন্তকে ব্যাহত করার প্রচেষ্টা হিসেবে দেখেছিলেন। ২০২১ সালে তার সরকার আইসিসির তদন্ত স্থগিত করার চেষ্টা করেছিল, তবে ২০২৩ সালে আইসিসির আপিল বিভাগ তার বিরুদ্ধে পুনরায় তদন্ত চালানোর নির্দেশ দেয়।
বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, যিনি ২০২২ সালে ক্ষমতায় আসেন, আইসিসির সাথে সম্পর্ক স্থাপন না করার সিদ্ধান্ত নেন। তবে তার প্রশাসন জানিয়েছে, যদি আইসিসি ইন্টারপোলের মাধ্যমে দুতার্তের গ্রেপ্তারের জন্য রেড নোটিশ পাঠায়, তারা সহযোগিতা করবে।
এখন, দুতার্তেকে ম্যানিলা বিমানবন্দরে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইসিসির তদন্ত কার্যক্রম চালানো হবে।
আঁখি