ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

কলকাতায় চালু হচ্ছে এসি লোকাল ট্রেন: আরামদায়ক ভ্রমণের নতুন দিগন্ত

প্রকাশিত: ০৮:৩৪, ১১ মার্চ ২০২৫

কলকাতায় চালু হচ্ছে এসি লোকাল ট্রেন: আরামদায়ক ভ্রমণের নতুন দিগন্ত

কলকাতার শিয়ালদা মেইন শাখায় নতুন যুগের সূচনা করতে চলেছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন পরিষেবা। শহরের নিত্যযাত্রীদের জন্য এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা শুধুমাত্র যাতায়াতের অভিজ্ঞতাই উন্নত করবে না, বরং শহরের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

টিকিটের মূল্য ও রুট সংক্রান্ত তথ্য
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিয়ালদা থেকে কৃষ্ণনগরের এসি লোকাল ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করেছেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাতায়াতের জন্য একদিকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪০ রুপি এবং দুই দিক মিলিয়ে ২৮০ রুপি। এছাড়াও, যারা নিয়মিত এই পথে যাতায়াত করবেন, তাদের জন্য মাসিক টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ২৮১৫ রুপি।

ট্রেন চালুর প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
এই অত্যাধুনিক এসি লোকাল ট্রেনের রেক ইতোমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। কয়েক দিনের মধ্যেই এটি নারকেলডাঙা কারশেডে এসে পৌঁছবে এবং তারপর শুরু হবে পরীক্ষামূলক ট্রায়াল রান। সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই যাত্রী সাধারণের জন্য এটি চালু করা হবে।

অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব
এই এসি লোকাল ট্রেন চালুর ফলে শহর ও শহরতলির অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে ট্রেনের অতিরিক্ত ভিড় এড়াতে যে সমস্ত কর্মজীবী ব্যক্তি কলকাতায় থেকে যান, তারা নতুন এই সেবা চালু হলে ফের বাড়ি থেকে যাতায়াতের সুযোগ পাবেন। এর ফলে শহরতলির আবাসন বাজারে বড়সড় পরিবর্তন আসতে পারে এবং স্থানীয় ব্যবসাগুলোরও লাভ হবে। যাত্রীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত হলে তাদের উৎপাদনশীলতাও বাড়তে পারে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে গতিশীল করবে।

যাত্রীদের প্রতিক্রিয়া
নতুন এই এসি লোকাল ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বহু যাত্রীই দীর্ঘদিন ধরে এই পরিষেবার অপেক্ষায় ছিলেন। বিশেষ করে কর্মজীবী ও ব্যবসায়ীদের জন্য এটি এক স্বস্তিদায়ক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

কলকাতার নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে থেকে শুরু হবে এই ট্রেনের চলাচল। এসি লোকাল ট্রেন চালুর মাধ্যমে শহরের গণপরিবহনের মান আরও একধাপ উন্নত হবে, যা কলকাতার পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

রাজু

×