ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সিরিয়ায় সংঘর্ষে প্রাণহানি ১৩০০ ছাড়াল

প্রকাশিত: ২০:৪২, ১০ মার্চ ২০২৫

সিরিয়ায় সংঘর্ষে প্রাণহানি ১৩০০ ছাড়াল

সিরিয়ায় টানা চতুর্থ দিনের মতো সোমবার নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থিদের সংঘর্ষ অব্যাহত ছিল। চলমান সংঘাতে মৃতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলছে, গেল চারদিনে দেশটিতে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ রয়েছে। খবর বিবিসির। এদিকে এক যুগেরও বেশি সময় পর ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির সদস্যপদ ফিরে পেল যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিরিয়ার দ্রুজ কর্মীদের সিরীয় ভূখণ্ড থেকে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা গোলান মালভূমিতে যেতে দেবে। তবে তেলআবিব ঠিক কবে থেকে দ্রুজদের গোলানে যাওয়ার পাস বা অনুমতিপত্র দেওয়া শুরু করবে তা বলেনি তারা। যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে, গত চার দিনে দুই পক্ষের সংঘর্ষে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তার মধ্যে প্রায় ৯০০ জনই বেসামরিক নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে। বুস্তান আল বাশা গ্রামে আমার চাচি থাকেন। তার সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে।

×