
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় সহিংসতা তীব্রতর হয়েছে। সরকারি বাহিনীর অভিযানে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লাতাকিয়ার রাস্তায় লাশের সারি পড়ে থাকতে দেখা গেছে। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে লাতাকিয়ার আলাউইত অঞ্চলগুলোতে।
একটি রক্তক্ষয়ী সপ্তাহ পার করেছে সিরিয়া। দেশটির বন্দর নগরী লাতাকিআর রাস্তায় পড়ে আছে লাশের সারি। মাথা ছাড়া দিয়ে ওঠা আসাদপন্থী সশস্ত্র বাহিনীর উত্থানেই সরকারি বাহিনীর এমন চিরুনি অভিযান। যেখানে আসাদপন্থীদের রক্তে লাতাকিআর রাস্তাঘাট রঞ্জিত। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এস ও এইচ আর বলেছে সবচেয়ে বেশি হত্যাকান্ড হয়েছে লাতাকিয়ার আলাউয়িত অঞ্চলে।
ফারুক