ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ত্রাণ সরবরাহের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলো ইসরায়েল

প্রকাশিত: ১৪:৫৪, ১০ মার্চ ২০২৫

ত্রাণ সরবরাহের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলো ইসরায়েল

ছবিঃ সংগৃহীত

ইজরায়েল গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার থেকে এটি কার্যকর করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেন। তিনি এক বিবৃতিতে জানান, হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে তেল আবিব যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ সিদ্ধান্তের আওতায়, গাজার পানির বিশুদ্ধকরণ প্লান্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। এই পদক্ষেপটি গাজার সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে পানির সরবরাহে বাধা সৃষ্টি হতে পারে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা হামাসের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে চায় এবং এর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে, আন্তর্জাতিক মহল এই নতুন সংকটের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং গাজার মানুষের মানবিক অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে। বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি, গাজার স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য মৌলিক সেবাগুলোর ওপরও চাপ সৃষ্টি হতে পারে।

তথ্যসূত্রঃ https://m.youtube.com/watch?v=kx2kZaT5hpI


 

মারিয়া

×