ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

গাজায় যুদ্ধ-বিরতি নিয়ে আলোচনায় কাতারের উদ্দেশ্যে ইসরায়েলি প্রতিনিধিরা

প্রকাশিত: ১২:৫১, ১০ মার্চ ২০২৫

গাজায় যুদ্ধ-বিরতি নিয়ে আলোচনায় কাতারের উদ্দেশ্যে ইসরায়েলি প্রতিনিধিরা

ছবি:সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়ে রোববার হামাস আবারও তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে, এমন খবর দিয়েছে আরব নিউজ

 

 

 

হামাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধিরা। এ বৈঠকে গাজায় মানবিক সহায়তা পুনরায় প্রবেশে কোনো নিষেধাজ্ঞা এবং শর্ত আরোপ ছাড়া জোর দেয়া হয়েছে।

হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ব্যাপক গুরুত্ব দিয়েছে। তারা জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হলে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। এই বিষয়ে হামাস ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে প্রস্তুত।

 

 

 

এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, হামাসের দাবি, দ্বিতীয় পর্যায়ের চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার এবং অবরোধ কার্যক্রম শেষ করা। এর পাশাপাশি, গাজার পুনর্গঠনে আর্থিক সহযোগিতা প্রদানের দাবি জানানো হয়েছে।

হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া বলেন, "এখন পর্যন্ত আমাদের দাবিগুলো ইতিবাচক হিসেবে দেখা হয়েছে।"

 

 

 

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে যে, তারা সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে, ইসরায়েল প্রথম যুদ্ধবিরতিকে মাঝ এপ্রিল পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে।

গাজায় ছয় সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতি গত ১ মার্চ শেষ হয়। এ সময়ের মধ্যে হামাস ২৫ জন জীবিত এবং ৮ জনের মরদেহ ইসরায়েলকে ফেরত দেয়, যার বিনিময়ে ১৮০০ ফিলিস্তিনি মুক্তি পায়।

আঁখি

×