
ছবি সংগৃহীত
গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গত এক সপ্তাহ ধরে গাজার উপর একাধিক মানবিক সহায়তা বন্ধের পর রোববার ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন গাজায় বিদ্যুৎ বন্ধের আদেশে স্বাক্ষর করেছেন।
ভিডিও বার্তায় কোহেন জানিয়েছেন, “আমরা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের সামরিক কৌশলের অংশ। যার লক্ষ্য গাজায় হামাসের অস্তিত্ব নির্মূল করা এবং জিম্মিদের উদ্ধার করা।”
গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে পানির সংকট আরও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্তের কুপ্রভাব হতে পারে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রায়।
ইসরায়েল এক সপ্তাহ আগে গাজার ওপর সমস্ত খাদ্য সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ফলে গাজায় মানবিক সহায়তা আরও কঠিন হয়ে উঠবে। এর ফলে ২০ লাখের বেশি মানুষের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও জীবনযাত্রার অবস্থা আরও সংকটময় হতে পারে।
আশিক