ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

কঠোর হলেন ট্রাম্প, কপাল পুড়ছে এশিয়ার যে দুই দেশের!

প্রকাশিত: ০১:৫২, ১০ মার্চ ২০২৫; আপডেট: ০২:৩৩, ১০ মার্চ ২০২৫

কঠোর হলেন ট্রাম্প, কপাল পুড়ছে এশিয়ার যে দুই দেশের!

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না আফগানিস্তান, পাকিস্তান। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে এশিয়ান দেশগুলো নিয়ে কঠোর নীতি অবলম্বন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সম্প্রতি ভারতের নাগরিকদের অভিবাসন নিয়ে কঠোর অবস্থানের কথা জানায় ট্রাম্প প্রশাসন। এই নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে৷ এবার এশিয়ার আরো দুই দেশের নাগরিকদের উপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প। 

সম্প্রতি জারি করা একটি নক্তুন ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী সপ্তাহ থেকেই আফগানিস্তান ও পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা তৈরি করতে পারে৷ দেশগুলোর নিরাপত্তা ও যাচাই ঝুঁকির উপরে সরকারি পর্যালোচনার ভিত্তিতে এমন নিষেধাজ্ঞা আসতে পারে বলে বিষয়টি নিয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছেন। 

পরিচয় গোপন রাখার শর্তে তিনটি সূত্র জানিয়েছে, অন্যান্য দেশও এই নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারে৷ তবে তারা সেগুলোর নাম জানেন না। এটি মূলত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা সিদ্ধান্তের পুনরাবৃত্তি হবে। ২০১৮ সালে কয়েক দফা সংশোধনের পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে এই নীতি অনুমোদন দেয়া হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এটিকে জাতীয় চেতনার একটি কলঙ্ক হিসেবে অভিহিত করেন।

 

সূত্রঃ https://youtu.be/60V-PtaedWg?si=nOp1Kk1s623yw4zr

রিফাত

×