ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

কানাডার কৃষিপণ্যের ওপর চীনের শুল্ক আরোপ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০৮, ১০ মার্চ ২০২৫; আপডেট: ০১:২৩, ১০ মার্চ ২০২৫

কানাডার কৃষিপণ্যের ওপর চীনের শুল্ক আরোপ 

ছবি: সংগৃহীত

এবার কানাডার কৃষি ও খাদ্য পণ্যের উপর নতুন আমদানির শুল্ক বসানোর ঘোষনা দিয়েছে চীন। প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের মূল্যমানের পূণ্যের উপর জারি হতে যাচ্ছে এই শূল্ক।

গত অক্টোবরে চীনা পণ্যের উপর কানাডার শূল্ক আরোপের জবাবে  এই পদক্ষেপ নিয়েছেন শি জিনপিং প্রশাসন। আগামী ২০ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর  করা হবে। নতুন শূল্কনীতির আওতায় মার্কিন ডলার অর্থমূল্যের তেল জাতীয় কেক এবং মটর আমদানির উপর ১০০ শতাংশ শূল্ক আরোপ করা হবে। এছাড়া কানাডার ১০৭ কোটি ডলারের শুকরের মাংস এবং সামুদ্রিক খাদ্য পণ্যের উপর ধার্য করা হবে ২৫ শতাংশ শুল্ক। তবে কানাডার প্রধান রপ্তানি পণ্য ক্যানোলার উপর শূল্ক আরোপ না করায় খোলা রাখা হয়েছে। আলোচনা ও সমঝোতার পথ এমনটাই ধারনা করা হচ্ছে।
 

শহীদ

সম্পর্কিত বিষয়:

×