ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারী

প্রকাশিত: ২৩:০৮, ৯ মার্চ ২০২৫

ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারী

ভারতে ঘুরতে এসে এক ভয়াবহ ঘটনার শিকার হলেন ২৭ বছর বয়সী এক ইসরায়েলি নারী। শুধু তিনিই নন, তার সঙ্গে থাকা ২৯ বছর বয়সী স্থানীয় নারী ট্যুর গাইডও একইভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ওপর চালানো হয় নারকীয় যৌন নিপীড়ন। এই ঘটনায় আরও তিনজন পুরুষ হামলার শিকার হন, যার মধ্যে এক পর্যটক প্রাণ হারিয়েছেন। কর্ণাটকের কোপ্পাল জেলায় সংঘটিত এই ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

শনিবার, ৮ মার্চ, কোপ্পালের পুলিশ সুপার জানান, হামলার শিকারদের মধ্যে দুজন বিদেশি, একজন আমেরিকান এবং অন্যজন ইসরায়েলি। তাদের সঙ্গে থাকা এক নারী ট্যুর গাইডও আক্রান্ত হন। আরও তিনজন পুরুষ হামলাকারীদের আক্রমণের শিকার হন, যার মধ্যে এক পর্যটক মারাত্মকভাবে আহত হয়ে প্রাণ হারিয়েছেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই স্থানীয় বাসিন্দা মল্লেশ ও শাহী চেতনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনার নৃশংসতা ও ন্যায়বিচারের প্রশ্নে ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

কর্মকর্তাদের বরাতে জানা যায়, মোটরবাইকে করে আসা একদল দুর্বৃত্ত প্রথমে পর্যটকদের কাছে গিয়ে পেট্রোল কেনার জন্য ১০০ টাকা দাবি করে। পর্যটকরা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা হিংস্র হয়ে ওঠে এবং তাদের ওপর নির্মম আক্রমণ চালায়।

প্রথমে তারা পুরুষ পর্যটকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে । এরপর দুই নারীকে পাশবিক নির্যাতন চালায় দুর্বৃত্তরা। হামলার ভয়াবহতা এতটাই নির্মম ছিল যে, ঘটনাস্থলে ওড়িশার এক পর্যটক গুরুতর আহত হয়ে প্রাণ হারান।

 


সূত্র:https://tinyurl.com/53msn43m

আফরোজা

×