
ছবিঃ সংগ্রহীত
বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তিবদ্ধ, কাঠামোগত উন্নয়নে সহযোগিতা দেবে দেশীয় কোম্পানিগুলো
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশের মাটিতে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে।
স্টারলিংকের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে, এবং এই সফরের অংশ হিসেবে দেশের একাধিক প্রতিষ্ঠান তাদের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল (৮ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, এই অংশীদারিত্বের আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।
স্টারলিংক প্রতিনিধি দলের এই সফরের মাধ্যমে তারা বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট স্থানে আগ্রহ প্রকাশ করেছে।
কিছু ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলো নিজস্ব জমিতে অবকাঠামোগত সহায়তা দেবে, আবার কিছু স্থানে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমাদ তাইয়েব জানান, স্থান নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে।
তিনি আশা প্রকাশ করেন, স্টারলিংক বাংলাদেশের শহর, প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে, যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাবমুক্ত হবে।
তিনি আরও বলেন, "বাংলাদেশে টেলিকম-গ্রেড ফাইবার নেটওয়ার্কের কাভারেজ এখনো সীমিত, আর প্রত্যন্ত এলাকাগুলোতে লোডশেডিং বড় সমস্যা। স্টারলিংক এই সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করবে এবং উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রমকে ত্বরান্বিত করবে।"
তিনি জানান, "আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের জন্য একটি কার্যকর মডেল বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবো।"
সূত্রঃ https://www.tbsnews.net/bangladesh/bangladeshi-firms-join-hands-us-telecom-giant-starlink-1087796
ইমরান