
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত একটি হিন্দু মন্দিরে সম্প্রতি ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারত সরকার এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করেছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, "আমরা চিনো হিলসে হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই ধরনের ঘৃণামূলক ঘটনা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং মন্দিরগুলোসহ সমস্ত ধর্মীয় স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে বলা হচ্ছে।"
এদিকে, বাপস (বচসানওয়াসী আকস্বর পুরুষোত্তম স্বামিনারায়ণ সঙ্ঘ) এই হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, "হিন্দু সম্প্রদায় ঘৃণার বিরুদ্ধে একত্রিত। চিনো হিলসে আরেকটি মন্দিরের অপবিত্রকরণের ঘটনায় আমরা দৃঢ়ভাবে ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমাদের মানবিকতা ও বিশ্বাসের শক্তি দিয়ে আমরা শান্তি ও সহানুভূতি প্রতিষ্ঠিত করব।"
এই হামলা কিছু মাস আগে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে এবং নিউ ইয়র্কের মেলভিলের বাপস মন্দিরেও ঘটেছিল। সেখানে একাধিক মন্দিরের দেয়ালে অপমানসূচক গ্রাফিতি আঁকা হয়েছিল। এসব ঘটনা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি
ফুয়াদ