ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

প্রকাশিত: ১৩:২০, ৯ মার্চ ২০২৫

পাকিস্তান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ সতর্কতা জারি করেছে। এতে মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরের বিষয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ দেশটিতে সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকি বেড়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে নিহতের সংখ্যা ছিল ৭৪৮, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১,০৮১-এ। এছাড়া, সন্ত্রাসী হামলার সংখ্যা ২০২৩ সালের ৫১৭ থেকে বেড়ে ২০২৪ সালে এক হাজার ৯৯-এ পৌঁছেছে। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

কানন

×