ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

টিকটক ভিডিও দেখে কি আয় হয়?

প্রকাশিত: ০২:৪৩, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০২:৪৪, ৯ মার্চ ২০২৫

টিকটক ভিডিও দেখে কি আয় হয়?

ছবিঃ সংগৃহীত

আপনি জানেন কি, পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের ব্যবহারকারীদের কে ওই নির্দিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে তাকে নির্দিষ্ট পরিমাণে একটি টাকা প্রদান করে থাকে৷ 

ধরুন টিকটক, অর্থাৎ বাংলাদেশে যেটি টিকটক নামে পরিচিত সেটি বিশ্বের অনেক দেশে বিভিন্ন নামে পরিচিত। চীনে টিকটককে বলা হয় "দৈন"৷ অর্থাৎ প্রত্যেক দৈন ব্যবহারকারীকে দৈন কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে থাকে। 

আপনি যদি দৈন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনাকে দৈন কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দিবে। এখানে সিস্টেম টা হলো স্টার দেয়া। কেউ যদি আপনার ভিডিওতে স্টার প্রদান করে, তাহলে সেই স্টারের বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।

 

সূত্রঃ https://youtu.be/L1HghmP3Czo?si=pyn1sW-SaVyEnWEO

রিফাত

×