
ছবিঃ সংগৃহীত
সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। দেশটির বিভিন্ন সরকারের আমলে মুসলিমরা নির্যাতিত হলেও বিগত কয়েক বছরে তা মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর হিন্দুত্ববাদের প্রভাব পরছে ভারতীয় মুসলিমদের উপর।
দেশটির মুসলিমদের হত্যা, নির্যাতন, উচ্ছেদ সহ মৌলিক অধিকার হরণ করছে কর্তৃত্ববাদী হিন্দুরা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে একটি ঘটনা। চলন্ত ট্রেনে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে রাজস্থানে।
চলন্ত ট্রেনে মারধরের শিকার হন রাজস্থানের একটি মসজিদের ইমাম। মিথ্যা অভিযোগ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয় তার উপর। আক্রমণকারীরা দাবি করে, ট্রেনে এক নারীকে উত্ত্যক্ত করায় তাকে শায়েস্তা করা হয়েছে।
তবে স্থানীয় একটি গণমাধ্যমে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, চলন্ত ট্রেনে কোরআন পাঠ করায় তাকে মারধর করা হয়েছে। তারা আরো জানিয়েছেন, কোরআন পড়ার শব্দে পাশে থাকা কয়েকজন উত্তেজিত হয়ে যায় এবং মিথ্যা অভিযোগে তার উপর আক্রমণ চালানো হয়।
রিফাত