
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত শুল্ক কমাতে রাজি হয়ে গিয়েছে। শুল্ক ইস্যুতে ভারত এবং আমেরিকা সম্পর্ক কার্যত নয়া মোড় নিয়েছে। আগামী ১লা এপ্রিল থেকে ভারতের বিরুদ্ধে পারস্পরিক কর বসানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। যা রীতিমত ভারতকে চাপের মুখে ফেলে দেয়।
আর এরপরেই ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারত শুল্ক কমানোর ক্ষেত্রে রাজি হয়েছে। যদিও সরকারি ভাবে ভারতের তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। শুল্ক নিয়ে চলা সংঘাতের আবহে ভারতের ট্যারিফ নিয়ে মুখ খোলেন ট্রাম্প। বলেন, ভারত আমাদের থেকে অনেক বেশি শুল্ক নেয়। আর এই 'হাই ট্যারিফে'র কারণে ভারতে কিছু বিক্রি করাটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে।
যদিও ভারত অবশেষে শুল্ক কমানোর ক্ষেত্রে রাজি হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, অবশেষে ট্যারিফ কমানোর সিদ্ধান্ত ভারতের সঙ্গে ব্যবসা মজবুত হবে। এই বিষয়ে ভারতের তরফে এখনও কিছু না বলা হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (BTA) র উপর জোর দিচ্ছে মোদী সরকার।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
ফুয়াদ