ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

১৩ বছরের কিশোরকে গোয়েন্দা নিয়োগ দিলেন ট্রাম্প!

প্রকাশিত: ০৫:৪৯, ৭ মার্চ ২০২৫

১৩ বছরের কিশোরকে গোয়েন্দা নিয়োগ দিলেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

মাত্র ১৩ বছর বয়সি ডিজে ড্যানিয়েল মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত, এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার আয়ু আর মাত্র পাঁচ মাস। তার স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়া, আর সেই স্বপ্ন পূরণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তৃতায় ট্রাম্প ঘোষণা দেন, ডিজেকে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় কংগ্রেসে উপস্থিত সবাই করতালিতে ফেটে পড়েন এবং ‘ডিজে, ডিজে’ বলে চিৎকার করেন।

একই ভাষণে ট্রাম্প আরও ঘোষণা দেন, হাইস্কুলের ছাত্র জেসন হার্টলির ওয়েস্ট পয়েন্ট সামরিক একাডেমিতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পরে ডিজেকে হার্টলির সঙ্গে হাই ফাইভ দিতেও দেখা যায়।

ভাষণের শেষ দিকে ট্রাম্প বলেন, ‘আমেরিকা ফিরে এসেছে।’

আসিফ

×