ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

গ্রেপ্তার এড়াতে ৮ কোটি টাকার গয়না গিলে ফেললেন চোর!

প্রকাশিত: ০৩:০৩, ৭ মার্চ ২০২৫

গ্রেপ্তার এড়াতে ৮ কোটি টাকার গয়না গিলে ফেললেন চোর!

ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় এক ব্যক্তি প্রায় ৭ লাখ ডলারের (প্রায় ৮ কোটি টাকা) গয়না চুরি করার পর গ্রেপ্তার এড়াতে তা গিলে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। বিবিসি জানিয়েছে, অরল্যান্ডো পুলিশের তথ্য মতে, ৩২ বছর বয়সী জেথান গিল্ডার নিজেকে ‘একজন পেশাদার অ্যাথলেটের প্রতিনিধি’ হিসেবে পরিচয় দেন। তার কারণে টিফানি অ্যান্ড কো. নামক বিখ্যাত গয়নার দোকানের কর্মীরা তাকে বেশ কয়েকটি উচ্চমূল্যের গয়না দেখান।

এরপর গিল্ডার দুটি কানের দুল চুরি করে পালিয়ে যান। পুলিশ তাকে দ্রুত আটক করতে সক্ষম হয়। তখন কর্মকর্তারা লক্ষ্য করেন, তিনি চুরি করা গয়নাগুলো গিলে ফেলছেন বলে মনে হচ্ছে।

গিল্ডার মোট ৭ লাখ ৬৯ হাজার ৫০০ ডলারের দুটি কানের দুল চুরি করেন এবং আরও একটি হীরার আংটি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, তবে সেটি পালানোর সময় পড়ে যায়।

পুলিশ পরবর্তী সময়ে তার এক্স-রে প্রকাশ করে, যেখানে পেটের ভিতরে একটি অস্বাভাবিক বস্তু থাকার ইঙ্গিত পাওয়া যায়। তবে, চুরি যাওয়া গয়নাগুলো উদ্ধার করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।

পুলিশ আরও জানিয়েছে যে, গিল্ডার এর আগেও টিফানি অ্যান্ড কো. থেকে চুরি করেছিলেন। ২০২২ সালে তিনি টেক্সাসে একটি দোকান থেকে চুরি করেছিলেন। এছাড়া, কলোরাডোতে তার নামে ৪৮টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এই ঘটনায় গিল্ডারের বিরুদ্ধে মুখোশ পরে ডাকাতি এবং এক লাখ ডলারের বেশি মূল্যের মালামাল চুরির অভিযোগ আনা হয়েছে। তবে, আদালতে তার দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ হিসেবে গণ্য হবেন।

আসিফ

×