ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

জার্মানিতে বাংলাদেশি মুসলিম কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:৩৫, ৭ মার্চ ২০২৫

জার্মানিতে বাংলাদেশি মুসলিম কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রেমেন শহরের ইসলামিক ফেডারেশন হল সেন্টারে ইফতার মাহফিল

জার্মানিতে বাংলাদেশি মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের (BMCAG) উদ্যোগে বাংলাদেশি স্টুডেন্টস, চাকুরিজীবী এবং তাদের ফ্যামিলি মেম্বারসহ প্রায় ৩০০ প্রবাসীকে নিয়ে গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

গত মঙ্গলবার (৪ই মার্চ) ব্রেমেন শহরের ইসলামিক ফেডারেশন হল সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আবদুল্লাহ গালিব ফুয়াদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি মুসলিম কমিউনিস্ট অ্যাসোসিয়েশন জার্মানির সম্মানিত প্রেসিডেন্ট ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিল্লিগুরুষ এর ব্রেমেন এন্ড নিদাজেকশন প্রদেশের প্রেসিডেন্ট একরেম খমুর্জু, শুরা ব্রেমেন এর সমন্বিত সভাপতি মুরাত চেলিক।

বোরহান উদ্দিনের পরিচালনায় আরও ইফতারে আরও উপস্থিত ছিলেন, শুরা ব্রেমেন এর ভাইস প্রেসিডেন্ট ওমের চোবান, বিএমসিএজি'র কেন্দ্রীয় ইয়ুথ সেক্রেটারি আদনান আব্দুল হাই, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি তুহিন ব্যাপারী, কেন্দ্রীয় এডুকেশনাল সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলে বক্তারা রমজানের ত্যাগ এবং ধৈর্যের শিক্ষাকে পরবর্তী জীবনেও প্রতিফলন উপর আলোচনা পেশ করেন।

সায়মা ইসলাম

×