
ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) এর আওতাভুক্ত কোনো পণ্যের ক্ষেত্রে মেক্সিকোকে আগামী ২ এপ্রিল পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে না।
বৃহস্পতিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, "মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সঙ্গে কথা বলার পর আমি সম্মত হয়েছি যে, ইউএসএমসিএ চুক্তির আওতায় থাকা কোনো পণ্যের জন্য মেক্সিকোকে শুল্ক পরিশোধ করতে হবে না।"
তিনি আরও বলেন, "এই চুক্তিটি ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।"
ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বাণিজ্যিক সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্রঃ রয়টার্স
ইমরান