ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ইসরাইলে মিসাইলবৃষ্টি হবে বলে হুতিদের কড়া হুঁশিয়ারি!

প্রকাশিত: ২২:২১, ৬ মার্চ ২০২৫

ইসরাইলে মিসাইলবৃষ্টি হবে বলে হুতিদের কড়া হুঁশিয়ারি!

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও রোজাদার ফিলিস্তিনিদের উপর দয়া দেখাচ্ছে না ইসরাইল। খাবারের অভাবে হাহাকার করা গোটা গাজা উপত্যকায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না জায়ানবাদী সেনারা। ধারণা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের নৃশংস হামলা শুরু করতে পারে ইসরাইল।

দীর্ঘদিন শান্ত থাকলেও এবার কড়া হুঁশিয়ারি দিলেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। সংগঠনটি নেতানিয়াহুকে এক কড়া বার্তায় বলছে, ছাড় দিলেও আর ছেড়ে দেবে না তারা। গাজায় যদি ফের হামলা শুরু হয়, তবে মিসাইল বৃষ্টিতে কাঁপিয়ে দেয়া হবে গোটা ইসরাইল। ছাড় দেয়া হবে না যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকেও।

ইয়েমেনের হুতিদের নেতা আব্দুল মালিক আল-হুথি সম্প্রতি এক টেলিভিশন ভাষণে আরও বলেন, "গাজায় উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরাইল যেকোনো সময় সামরিক হস্তক্ষেপ শুরু করতে প্রস্তুত। আর এমন আশঙ্কায় হুতিরাও হাত রেখেছেন ট্রিগারে।" আব্দুল মালিক আল-হুথির মতে, যেকোনো মুহূর্তে হামলা শুরু করতে সক্ষম তারা।

২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে ১০০টির বেশি আক্রমণ চালিয়েছে এবং ইসরাইলের দিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে। গত মাসে যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসরাইল এবং হামাস একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছালে, হামলা সীমিত করে হুতিরাও। তবে হুতি নেতা আব্দুল মালিকের বক্তব্যে বোঝা যায়, যেকোনো মুহূর্তে ফের গর্জে উঠতে পারে হুতিরা।

 

সূত্র: https://tinyurl.com/jz4xp7uk

রাকিব

×