ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

শিশুর গায়ে হাত তোলার বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে বিল উত্থাপন

প্রকাশিত: ২১:১৯, ৬ মার্চ ২০২৫

শিশুর গায়ে হাত তোলার বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে বিল উত্থাপন

ছবি: সংগৃহীত

শিশুদের গায়ে হাত তোলা সম্পূর্ণভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটেনের শিশু চিকিৎসকেরা। বর্তমানে দেশটিতে শিশুদের মারধর করা আইনগতভাবে বৈধ। তবে চিকিৎসকেরা সেটি ঘোর আপত্তি জানিয়েছেন। বিষয়টি নিয়ে বর্তমান আইন সংশোধনে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ (আরসিপিসিএইচ) বলছে, কারণ যতই যুক্তিসংগত হোক, শিশুর বিকাশে মারধরের কোনো ইতিবাচক প্রভাব কোনো গবেষণায় লক্ষ্য করা যায়নি, বরং আছে বহু নেতিবাচক প্রভাব। তাই এই আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন তারা।

জানুয়ারিতে চিলড্রেনস ওয়েলবিইং অ্যান্ড স্কুলস বিল নামের ওই সংশোধনীটি উত্থাপন করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপি জেস আসাতো।

নির্ধারিত সংখ্যক এমপি বিলটিতে সমর্থন দিলেই ইংল্যান্ডে পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়ে যাবে শিশুদের গায়ে হাত তোলা। এমনকি শিশুকে শারীরিকভাবে আঘাত করার এখতিয়ার থাকবে না বাবা-মায়েরও।

 

রাকিবুল

×