ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ট্রাম্পের শুল্ক নীতির কবলে ভারত: মোদিকে ‘বন্ধু’ বলেও ছাড় নেই

প্রকাশিত: ১০:০১, ৬ মার্চ ২০২৫

ট্রাম্পের শুল্ক নীতির কবলে ভারত: মোদিকে ‘বন্ধু’ বলেও ছাড় নেই

নরেন্দ্র মোদির ভারতকে ‘বন্ধু’ বলে কাছে টেনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণেই ভারতের জন্য কঠিন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীন, কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতের ওপরও কঠোর শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি।

ট্রাম্প জানান, আগামী এপ্রিল মাস থেকেই যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে শতভাগ শুল্ক কার্যকর হবে। তাঁর মতে, ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুল্কনীতি ব্যবহার করে এসেছে, এবার আমেরিকাও একই কৌশল অবলম্বন করবে।

ভারতের বিভিন্ন খাতকে নিয়ে ট্রাম্প বেশ কিছুদিন ধরেই কড়া মন্তব্য করে আসছিলেন। ভাষণে তিনি ভারতের শুল্কনীতি কঠোর ভাষায় সমালোচনা করেন এবং পাল্টা পদক্ষেপ হিসেবে নয়া শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে নির্দিষ্ট কোন কোন পণ্যে কত শতাংশ শুল্ক বসবে, তা স্পষ্ট করেননি তিনি।

ট্রাম্পের শুল্কের ঘোষণার পর থেকেই ভারতীয় অর্থনীতিতে উদ্বেগ দেখা দিয়েছে। মোদি সরকার মার্কিন প্রশাসনের মন গলাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নতুন বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উইস্কি ও মোটরবাইকের শুল্ক কমানোর পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। তবে এসব উদ্যোগ সত্ত্বেও ট্রাম্প নিজের অবস্থানে অটল রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এখন দেখার বিষয়, নরেন্দ্র মোদি এই সংকট কাটিয়ে উঠতে কী পদক্ষেপ নেন।

 

রাজু

×