ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল আরও ৩০ লাশ

প্রকাশিত: ০৮:৩৮, ৬ মার্চ ২০২৫

গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল আরও ৩০ লাশ

ছবি:সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮,৪৫০ জনে পৌঁছেছে। 

 

 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বাড়তে থাকলেও, গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে অবশিষ্ট মৃতদেহগুলো উদ্ধার করতে সক্ষম হচ্ছেন। ইসরায়েলি গোলাবর্ষণে গত ৪৮ ঘণ্টায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এর মধ্যে একজন পূর্বের আঘাতজনিত কারণে মারা গেছেন। 

 

 

 

এছাড়া, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১,১১,৮৪৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, তবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। 

 

 

 

গাজার যুদ্ধবিরতি চুক্তি গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়, যার মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব থাকা সত্ত্বেও, ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজায় হামলা চালিয়ে গিয়েছে।

আঁখি

×