ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিতে বন্যা

প্রকাশিত: ০০:৪৬, ৬ মার্চ ২০২৫

ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিতে বন্যা

জাকার্তায় বন্যায় আটকেপড়াদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে ইন্দোনেশিয়ার রাজধানী ও প্রধান অর্থনৈতিক-বাণিজ্যিক কেন্দ্র জাকার্তার বেশ কিছু এলাকা। এসব এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষ বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে ইন্দোনেশিয়ায়।

তারপর মঙ্গলবার পর্যন্ত সেখানে ৩ মিটারের সমপরিমাণ বর্ষণ হয়েছে এবং বুধবারও থেমে থেমে চলেছে বর্ষণ। টানা বর্ষণের ফলে জাকার্তার বেশ কয়েকটি সড়ক এবং এক হাজারেরও বেশি বাড়িঘর ডুবে গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর। খবর রয়টার্সের।
বন্যায় বাড়িঘরের পাশাপাশি ডুবে গেছে হাসপাতালসহ অন্যান্য জরুরি পরিষেবাকেন্দ্রও। অনেক এলাকায় শুরু হয়েছে বিদ্যুৎ সংকট। স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রচারিত ফুটেজে দেখা গেছে, জাকার্তার পূর্বাঞ্চলীয় উপশহর বেকাসির একটি হাসপাতলের কয়েকটি ওয়ার্ড পানিতে ডুবে যাওয়ায় সেখানকার রোগীদের অন্য একটি ভবনে স্থানান্তর করা হয়েছে।

কিন্তু যে ভবনটিতে রোগীদের আনা হয়েছে, সেখানে বিদ্যুৎ নেই। জাকার্তার গভর্নর প্রামোনো আনুং ইতোমধ্যে জাকার্তায় দ্বিতীয় সর্বোচ্চ বিপদ সংকেত জারি করেছেন। যেসব এলাকায় পানি জমে আছে, পাম্প মেশিনের মাধ্যমে সেসব অঞ্চল থেকে পানি অপসারণের নির্দেশও দিয়েছেন তিনি। মঙ্গলবার থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে জাকার্তায়।

বন্যার পানিতে নিমজ্জিত বিভিন্ন এলাক থেকে লোকজনকে সরিয়ে নিতে রাবারের তৈরি নৌকা ব্যবহার করছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর সর্বশেষ যে পূর্বাভাস দিয়েছে, তা আশাব্যঞ্জক নয়।

×