ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সংবাদ সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং

তাইওয়ানকে পুনরেকত্রীকরণে অগ্রসর হবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ৬ মার্চ ২০২৫

তাইওয়ানকে পুনরেকত্রীকরণে অগ্রসর হবে চীন

প্রধানমন্ত্রী লি কিয়াং

চীন তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ করার জন্য দৃঢ়ভাবে অগ্রসর হবে বলে বুধবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। একইসঙ্গে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করার পাশাপাশি চীনা জাতির পুনরুজ্জীবন উপলব্ধি করাতে নিয়মিত তাইওয়ানের সঙ্গে বেজিং কাজ করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
মূলত তাইপেই সরকারের আপত্তি সত্ত্বেও চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির বিরুদ্ধে সামরিক চাপ বাড়িয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি বড় সামরিক মহড়াও রয়েছে। চীনের পার্লামেন্টে দেওয়া নিজের বার্ষিক কাজের প্রতিবেদনে প্রধানমন্ত্রী লি কিয়াং লিখেছেন, আমরা দৃঢ়ভাবে চীনের পুনরেকত্রীকরণের লক্ষ্যকে এগিয়ে নেব এবং চীনা জাতির পুনরুজ্জীবনের গৌরবময় লক্ষ্যটি উপলব্ধি করাতে তাইওয়ানে আমাদের সহযোগী চীনাদের সঙ্গে কাজ করব।

গত বছর তার কাজের প্রতিবেদনেও লি তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছিলেন। কিন্তু এবারের প্রতিবেদনে সেই লক্ষ্য অর্জনে তিনি দৃঢ় হওয়ার বার্তা দিয়েছেন এবং এক্ষেত্রে পূর্ববর্তী প্রতিবেদনে ব্যবহৃত শান্তিপূর্ণ শব্দটি বাদ দিয়েছেন। রয়টার্স জানিয়েছে, বেজিং ধারাবাহিকভাবে তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণের জন্য চাপ দিয়ে চলেছে এবং আবার বলেছে, তাইওয়ানের স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরোধিতা করবে বেজিং।

×