
ছবিঃ সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পামস ওয়েস্ট হাসপাতালে সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূত ৬৭ বছর বয়সী নার্স লীলাম্মা লালকে আক্রমণ করেছেন ৩৩ বছর বয়সী রোগী স্টিফেন স্ক্যান্টলেবুরি। আক্রমণের সময় স্ক্যান্টলেবুরি লীলাম্মাকে মারধর করে তার মুখের হাড় ভেঙে দেন। মেরে মুখের হাড় গুঁড়ো করে দিয়েছেন। চোখের অবস্থাও আশঙ্কাজনক। দৃষ্টিশক্তি কার্যত হারাতে বসেছেন। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। ভারতীয় বংশোদ্ভূত নার্স লীলা লাল (৬৭)-কে এভাবেই মেরেছেন এক রোগী।
পুলিশের বিবৃতিতে জানা যায়, স্ক্যান্টলেবুরি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ভারতীয়দের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেন। আক্রমণের পর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান, তবে পরে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে, তবে মানসিক সমস্যার কারণে তাকে কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে।
এই ঘটনাটি স্থানীয় কমিউনিটিতে আতঙ্কের সৃষ্টি করেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা করেছে। লীলাম্মা লালের চিকিৎসা চলছে এবং তার সুস্থতা কামনা করা হচ্ছে।
সূত্র: দ্যা ওয়াল
মুহাম্মদ ওমর ফারুক